শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

রবি অস্তাচলে - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়






রবি অস্তাচলে / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

তুমি নেই জানি,

আজ প্রভাতে রবির উজ্জ্বলতা দেখিনি!

হাতের পরশে আজ তোমাকে পাইনি,

তবু আজ অন্তরে মননে শুধুই তুমি।


আজ দেখি-

তুমি যেন গতিশীল এক কথামালা,

শব্দমালার মাঝে তুমি প্রাণময় গীতমালা।


জানো কত কথা বলার ছিলো মনে,

কিন্তু রবি এখন যে গেছেন অস্তাচলে।


তাই কলমের ছোঁয়ায় তোমার স্মরণ,

জানি তুমি আমাদের কাছে আছো-

সারস্বত সাধনায়,

তুমি যে আমার মনে ধমনীর শিরায় শিরায়।


@সংরক্ষিত

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...