শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্বাধীনতা তোমাকে চাই - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়













স্বাধীনতা তোমাকে চাই
- সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

স্বাধীনতা তোমাকে আজ আবার পেলাম,
অনাবৃত দেহ নিয়ে লজ্জায় নত মস্তকে !

দেখি চারিপাশে এখনও চলছে রক্তস্নান,
ছেলে ভোলাবার চাঁদের জয়গান...!

নেই মাটিতে পা ওদের,
           এখনও উঁচু নিচু অসমান্তরাল।
উলঙ্গপনা আর আত্ম‌ অহংকার,
           গড়ছে অহরহ বিভেদ শৃঙ্খল।

স্ত্রীলিঙ্গ নিজেকে হারায় জন্মের সূচনায় ?
হারায় যৌথ সমবায় প্রাদেশিক সীমানায় ?
হারিয়ে যায় একটা শিশু শ্রমের বিনিময়ে ?

স্বাধীনতা তুমি বেঁচে শুধু....
           ফুল ফোটায়,মেঘেদের কান্নায়।
রোজ দিবাকরের আলোতে,
            অমৃতাংশুর জোছনায়।

আমি তাই আজ‌ও স্বাধীন হবার স্বপ্ন দেখি,
আয়নায় বারবার নিজের প্রতিবিম্ব দেখি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...