শনিবার, ২৫ জুলাই, ২০২০

বেঁচে আছি নূন্যতম - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়















বেঁচে আছি নূন্যতম

- সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


ঝড় এসেছিল চলেও গেছে বহুক্ষণ,
কেবল নাড়িয়ে দিয়ে গেল বেশকিছু মন!
জলমগ্ন রাস্তায় পড়ে থাকা নিথর মৃতদেহ,
বৈদ্যুতিক পোলে চাপা পড়া বিদ্যুৎপৃষ্ট দেহ
অনেককিছু বলে দিয়ে যায়,
          নিশ্চয়ই বাড়াচ্ছে মনের সন্দেহ ?

চারিপাশে মাটির ঘরের মাটিতে মিশে যাওয়া,
টিনের চাল উড়ে যেতে বিনিদ্র প্রহর কাটা
এতোকিছু যখন চোখের দৃষ্টিতে হচ্ছে অমূলক
রাজকক্ষে বসে মিথ্যাই বলে চলুক খলনায়ক !

রক্ত না ঝরলে ধরতে হবে ক্ষতি নূন্যতম,
নূন্যতম ক্ষতিগ্রস্ত মনে বিষাদের ছায়াও হয় নূন্যতম!

সবেতেই ইচ্ছেগুলো চাওয়া পাওয়ার কব্জা,
তাই কি হঠাৎ উড়ে গেল মন্দিরে বিশ্বাসের ধ্বজ্জা,
বোঝো ক্রমশ কেন ভাঙছে মানুষের মানবিক মজ্জা।
এতটুকু কি নেই এদের মনে বিন্দুমাত্র লজ্জা !
শুধুই কি উড়াতে হবে আপন বিজয়ের ধ্বজ্জা ?

এদের খালি পড়ে আছে অনেকদিনের বেহিসাবি পরিচর্যা,
গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্কগুলো নিয়ে মিথ্যার সজ্জা।

এখন শুধু চারিপাশের যারা না মরে বেঁচে নূন্যতম,
রক্তাক্ত হয় নি হয়তো এখনো নূন্যতম  ,
তাই মৃত্যুর সাক্ষী নিয়ে বেঁচে আছে নূন্যতম ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...