![]() |
বিপ্লব
সঞ্জয়
কুমার মুখোপাধ্যায়
বিপ্লব
এমনিতে সহজে আসে না,
টিফিনে
কলেজের ক্যানটিনে টেবিল বাজিয়ে নয়।
পাড়ার
মোড়ে দাঁড়িয়ে শেখানো কপচানোতে নয়,
ক্লাবের
মাতব্বর হয়ে শিখিয়ে পড়িয়ে
গণসঙ্গীত
গেয়ে দিলেও নয় !
বিপ্লব
কোনদিন আসেও নি,
এইভাবে
আসবেও না ।
পূজোর
সময় মাওসেতুং বই বেচাকেনা,
ঘরে
ঘরে কৌটো নিয়ে লিফলেট বিলি করা
সবসময়
বিপ্লবীদের বিপ্লব মেরেছে !
পৃথিবীর
ইতিহাসে সাক্ষী...
বিপ্লব
আসে দৈন্যতায়,
সমষ্টিবাদ
নিয়ে সাম্যের ভাবনায় !
একটা
স্যাঁতসেঁতে ঘরের চালা ফুটো হয়ে,
সারা
ঘর জলে ভেসে গেলে মনের আঙ্গিনায়।
বিপ্লব
আসে সারাদিন পর দুবেলা খেতে না পেলে,
ঘরে
বাইরে রোজ গনতন্ত্রের ধর্ষণ হলে !
বিপ্লব
আসে খিদের তাড়নায় পেটের জ্বালা উঠলে।
স্বাধীনতা
এতগুলো দিন শুধু দিচ্ছে,
ছোট
মাঝারি সাইজের এক একটা বাঁধন
তাই
বেশকিছু মনে জাগছে তুষের আগুন ।
বিপ্লব
আসে সাগরের ঢেউ কে সাথে করে,
নোনা
বালির সমুদ্রতটে পায়ে হেঁটে ফিরে ।
বিপ্লব
আসে লালমাটির পোড়া গরমে বারুদের গন্ধে,
অন্ধকার
হতে আলোর দিকে পথ চলাতে ।